আমরা বাঙালীর বার্ষিক সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির সচিব শ্রী জ্যোতিবিকাশ সিনহা এক বিজ্ঞপ্তিতে জানান আগামী ২৫শে জুন উত্তর ২৪পরগণা জেলার বিরাটি শহরে মধুমালঞ্চ ভবনে দলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে৷

শ্রী সিনহা জানান, দলের সর্বস্তরের কর্মীবৃন্দ এই সম্মেলনে উপস্থিত থাকবেন৷ সম্মেলনের শুরুতে কেন্দ্রীয় সচিব শ্রী সিন্‌হা বার্ষিক প্রতিবেদন পাঠ করবেন৷ এরপর গত এক বছরের কাজের পর্যালোচনা হবে৷ সংঘটনকে শক্তিশালী করতে ও বাঙালীস্তানে সর্বস্তরে সংঘটনে বিস্তার ঘটাতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হবে ওই সভায়৷

শ্রী সিনহা রাজ্য সরকারের ডব্লিউ বি.সি এস পরীক্ষায় ৩০০ নম্বরের বাংলা পরীক্ষা বাধ্যতামূলক করাকে স্বাগত জানান ও রাজ্যের বিরোধী দলনেতার  হিন্দির হয়ে তাঁবেদারি করায় তীব্র ধিক্কার জানায়৷ তিনি বলেন দল হিসেবে বিজেপি সবসময়ই বাঙালী বিদ্বেষী৷ তাই রাজ্যের বিজেপি নেতারাও সেই পথেই হাঁটছে৷ কলকাতায় বসে তিনি হিন্দির হয়ে তাঁবেদারি করছে৷ কিন্তু বিহার উত্তরপ্রদেশ গুজরাটে সংখ্যালঘু বাংলাভাষীদের জন্যে এরাজ্যের বিরোধী নেতার কোন দরদ নেই৷ আমরা বাঙালী বাঙালী বিদ্বেষী শক্তিকে যেকোনো মূল্যে প্রতিহত করবেই৷