আমরা বাঙালীর বিক্ষোভ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিজেপির দুই সাংসদের উত্তরবঙ্গ ও জঙ্গলমহল পৃথক রাজ্যের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে হাজরা মোড়ে আমরা বাঙালীর চার সদস্য জমায়েত হন ৩রা জুলাই৷ কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাশের বক্তব্যের শুরুতেই পুলিস এসে চার জনকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায়৷ সেখানে কয়েক ঘন্টা আটক রাখার পর চারজনকেই মুক্তি দেওয়া হয়৷ এই ভাবে অগণতান্ত্রিকভাবে আন্দোলন দমন ও গ্রেপ্তারের প্রতিবাদে  মুখর হয় আমরা বাঙালী নেতা ও কর্মীরা৷ হাজরা মোড়ে গ্রেপ্তার বরণ করেন--- জয়ন্ত দাশ, তপোময় বিশ্বাস, প্রণতি পাল ও বাবু পাল৷

বারাসাতে বিক্ষোভ ঃ গত ২৫শে জুন ‘আমরা বাঙালী’র কর্মী সমর্থকরা বারাসাত ষ্টেশনের সামনে বাঙলা ভাগের প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশে জন বার্র্ল ও সৌমিত্র খাঁর কুশপুত্তলিকা দাহ করে৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাশ, ছাত্রযুব সমাজ সচিব তপোময় বিশ্বাস,দেবাশিষ বিশ্বাস, মোহন অধিকারী প্রমুখ নেতৃবৃন্দ৷ জয়ন্ত দাশ বলেন---যে বিজেপি পশ্চিমবঙ্গ দিবস পালন করছে, তারাই আবার বঙ্গভঙ্গের চক্রান্ত করছেন৷ পুঁজিবাদের অর্থে পুষ্ট বিজেপি পুঁজিবাদের স্বার্থরক্ষা করতে বাঙলাকে টুকরো টুকরো করতে চায়৷ তপোময় বিশ্বাস বলেন কোনমতেই বাঙলা ভাগ চলবে না৷ প্রয়োজনে আমরা বাঙালী বৃহত্তর আন্দোলনে নামবে৷ কিন্তু কোনমতে বাঙলা ভাগ মেনে নেবে না৷

বনগাঁয় বিক্ষোভ ঃ গত ২৭শে জুন বনগাঁ শহরে ‘আমরা বাঙালী ’ কর্মীবৃন্দ দুই বিজেপি সাংসদের পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক রাজ্য ঘটনের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন৷ ত্রিকোণ পার্ক থেকে বাটা মোড় পর্যন্ত মিছিল ও জন বার্র্লর কুশপুত্তলিকা দাহ করা হয়৷ উপস্থিত ছিলেন  বিশ্বেশ্বর মণ্ডল, তপোময় বিশ্বাস, অনিমেষ বিশ্বাস, সঞ্জয় প্রামাণিক, মলী রায়, অর্পিতা মণ্ডল প্রমুখ৷

নেতৃবৃন্দ বলেন--- অনেক বাঙলা ভাগ হয়েছে, আর নয়, এবার পশ্চিমবঙ্গ সংলগ্ণ রাজ্যগুলির সঙ্গে যুক্ত বাঙলার অংশ বাঙলাকে ফিরিয়ে দেবার সময় এসেছে৷ ‘আমরা বাঙালী’ অবিলম্বে বাঙলার অংশ বাঙলাকে ফিরিয়ে দেবার দাবীতে দেশজুড়ে আন্দোলন শুরু করবে৷