আমরা বাঙালীর বিপ্লবী ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালন

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ১১ই আগষ্ট কলকাতা বাগবাজার বাটারমোড়ে বিপ্লবী ক্ষুদিরাম বসুর  আত্মবলিদান দিবস পালন করা হয় আমরা বাঙালী দলের পক্ষ থেকে৷ এদিন বাটার মোড়ে  দলের কেন্দ্রীয় সচিব সহ অন্যান্য নেতৃবন্দ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন৷ এরপর একটি সভায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকী সহ বাঙলার বিপ্লবীদের অবদান স্মরণ করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ৷

প্রসঙ্গতঃ উল্লেখ্য ১৯০৮ সালে ১১ই আগষ্ট মজঃফরপুর কারাগারে ক্ষুদিরামকে ফাঁসি দেয় ব্রিটিশ সাম্রাজ্যবাদ৷ ক্ষুদিরামের আত্মত্যাগের মধ্যে দিয়েই বাঙলায় ব্রিটিশ বিরোধী আন্দোলন অগ্ণিযুগের সূচনা হয়েছিল৷ অত্যাচারী কিংশফোর্ড বিপ্লবীদের ভয়ে কলকাতা থেকে মজঃফরপুর পালিয়ে যান৷ বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি অত্যাচারী শাসককে শাস্তি দিয়ে কিংসফোর্ডকে অনুসরণ করে মজঃফরপুর পৌঁছে যান৷ কিন্তু সেখানে তারা  ভূলবশতঃ  কিংশফোর্ড মনে করে  দুই ইংল্যাণ্ডবাসীকে লক্ষ করে বোমা ছোঁড়েন৷ দু’জনে নিহত হয়৷ এরপর ধরা পড়ার আগেই প্রফুল্ল চাকী আত্মহত্যা করেন৷ ক্ষুদিরাম ধরা পড়ে ও বিচারে ফাঁসির আদেশ হয়৷