আমরা বাঙালীর ভাষা দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে  হাওড়ায় বিভিন্ন জায়গায় স্মরণে সভা অনুষ্ঠিত হয়৷ একটি গাড়ীতে মাইক যোগে ‘আমরা বাঙালী’ কর্মী সমর্থকরা রানীহাটীতে সমবেত হয়৷সেখানে ভাষা-শহীদদের স্মরণে একটি সভা করেন, এরপর গাড়ী করে ধূলাগড়, আলমপুর, আন্দুল ও মৌড়ী স্টেশনে সভা করে ‘আমরা বাঙালী’৷ এই সব সভায় বক্তব্য  রাখেন প্রদীপ খাঁড়া, গোপা শীল,কৌস্তভ সাহা, ভারতী কুন্ডু, বিপ্লব শীল প্রমুখ নেতৃবৃন্দ৷ এইসব সভায় বহু সাধারণ মানুষ আমরা বাঙালীর সমর্থনে এগিয়ে আসেন৷

হুগলীতেও ‘আমরা বাঙালী’ জেলা কমিটির পক্ষ থেকে মর্যাদার সঙ্গে ভাষা দিবস পালন করা হয়৷ শ্রীরামপুরে ২১শের অমর ভাষা শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন প্রবীন ‘আমরা বাঙালী’ নেতা প্রভাত খাঁ, অভিরাম বাগ, জ্যোতিবিকাশ সিন্‌হা প্রমুখ নেতৃবৃন্দ৷ চন্দননগরে ভাষা শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানান হুগলী জেলা কমিটির সদস্য শ্রী দেশবন্ধু মাইতি, চিন্ময় তোষ প্রমুখ৷

জলপাইগুড়ি শহরে ‘আমরা বাঙালী’ নেতা খুশীরঞ্জন মণ্ডলের পরিচালনায় একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে সমবেত হয়৷ সেখানেও বক্তব্য রাখেন খুশীরঞ্জন মণ্ডল এরপর জেলা শাসকের মারফৎ একটি স্মারকলিপি প্রেরণ করেন রাজ্যপাল ও রাষ্ট্রপতির নিকট৷ এরপর মিছিল কদমতলা ট্রাফিক মোড়ে পৌঁছায়৷ সেখানে ভাষা শহীদদের বেদীতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ৷