মেঘালয়ে বাঙালী নির্যাতনের প্রতিবাদে ‘আমরা বাঙালী’র অসম মেঘালয় সীমান্ত মালিডহর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে৷ অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক৷ ‘আমরা বাঙালী’র ডাকা এই বিক্ষোভ সমাবেশে, ‘আমরা বাঙালী’ কর্মী সমর্থকরা ছিলই, বিভিন্ন গণসংঘটনও ‘আমরা বাঙালী’র ডাকা এই বিক্ষোভ সমাবেশে যোগ দেয়৷ দুপুর ১২ টা থেকে অপরাহ্ণ তিনটা পর্যন্ত বিক্ষোভ চলে৷ সহস্রাধিক মানুষের জমায়েতে ৬নং জাতীয় সড়ক কার্যত কয়েক ঘন্টা অবরুদ্ধ হয়ে থাকে৷
গত সাত মাস ধরে মেঘl এরপর পাঁচের পাতায়বাঙালীদের ওপর চরম নির্যাতন চলছে৷ ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার ও মেঘালয় সরকারকে বার বার আবেদন করা সত্ত্বেও কোন সরকারের পক্ষ থেকেই নির্যাতন বন্ধের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি৷ ‘আমরা বাঙালী’র অসম রাজ্য কমিটির সচিব সাধনপুরকায়স্থ মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে এক পত্রে নির্যাতন বন্ধের আবেদন করলেও কোনো ফল হয়নি৷ এরপর ‘আমরা বাঙালী’ শিলচর শহরে ক্ষুদিরাম মূর্ত্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে৷
অসম নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকেও মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে নির্যাতন বন্ধের আবেদন করা হয়৷ কিন্তু মেঘালয় সরকারের পক্ষ থেকে নির্যাতন বন্ধে এখনও পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি৷ তারই প্রতিবাদে গত ২১শে অক্টোবর অসম মেঘালয় সীমান্ত মালিডহরে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ‘আমরা বাঙালী’৷
রাজ্য সচিব সাধনপুরকায়স্ত বিক্ষোভ সমাবেশের সাফল্য দেখে আগামীতে আরও বড় আন্দোলনের পথে যাওয়ার কথা ঘোষণা করেন৷ এদিনের বিক্ষোভ সমাবেশে রাজ্যসচিব সাধন পুরকায়স্ত, ছাত্র-যুব সমাজের আহ্বায়ক পার্থপ্রতিমদেব, কাছাড় জেলার সচিব দেবব্রত রায়, পান্নালাল রায় ও প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷