আমরা বাঙালীর গণ অবস্থান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগরতলা ঃ গত ১৯শে জানুয়ারী ‘আমরা বাঙালী’ ত্রিপুরা রাজ্য কমিটি ছয় দফা দাবী আদায়ে কাঞ্চনপুর সুপার মার্কেট সংলগ্ণ স্থানে অবস্থানে বসে৷ সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান চলে৷

‘আমরা বাঙালী’র কয়েকশ’ কর্মী সমর্থক মিছিল করে কাঞ্চনপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অবস্থান মঞ্চে এসে বসেন৷ রাজ্যে জোট সরকারের বাঙালী বিদ্বেষী আচরণে রাজ্যের মানুষ ক্ষুব্ধ৷ সম্প্রতি জোট সরকারের শরিক সংঘটনের মদতে ত্রিপুরা রাজ্যের বহু জায়গায় বাঙালীরা আক্রান্ত হয়৷ বহু স্থানে বাঙালীদের ঘরবাড়ী ভেঙ্গে দেওয়া হয়৷ বেশ কিছু মানুষ জখম হয়৷  তারই প্রতিবাদে ছয় দফা দাবী নিয়ে প্রশাসনের নজরে আনতেই এই অবস্থান৷ অবস্থান মঞ্চে বহু সাধারণ মানুষ ও অত্যাচারিত মানুষজন উপস্থিত হয়ে ‘আমরা বাঙালী’র আন্দোলনকে সমর্থন জানায়৷ সাম্প্রতিক কালে ‘আমরা বাঙালী’র কোনও অনুষ্ঠান মঞ্চে এত মানুষের জমায়েত লক্ষ্য করা যায় না৷ খোয়াই, আগরতলা, প্রভৃতি জায়গাতেও ‘আমরা বাঙালী’র বিক্ষোভ সমাবেশে নজরকাড়া ভীড় লক্ষ্য করা গেছে৷ ত্রিপুরা জোট সরকারের অত্যাচার যত বাড়বে আমরা বাঙালীর আন্দোলনও তত জোরদার হবে বলে হুমকী দেন রাজ্য সচিব শ্রী হরিগোপাল দেবনাথ৷

এদিনের গণ অবস্থানে বক্তব্য রাখেন রাজ্য সচিব শ্রী হরিগোপাল দেবনাথ, প্রচার সচিব গৌরাঙ্গ রুদ্র পাল, সাংঘটনিক সচিব কেশব মজুমদার, ছাত্র ও যুব নেতা কল্যাণ পাল, রঞ্জিত বিশ্বাস প্রমুখ৷