গত ১২ই আশ্বিন (২৬শে সেপ্ঢেম্বর) শ্রেষ্ঠ শিক্ষাগুরু ও ও মনুষ্যেত্বর প্রতিমুর্ত্তি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনটি জলপাইগুড়ি জেলার কদমতলা মোড়ে ‘আমরা বাঙালী’ দলের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়৷ প্রথমে ‘আমরা বাঙালী’ কর্মীরা পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করার দাবীতে কদমতলা মোড়ে এক মহতী পথসভা করেন৷ এই সভায় বক্তব্য রাখেন খুশীরঞ্জন মণ্ডল, বিনয় সরকার, হরেন্দ্রনাথ রায়, মহিম সরকার, হরেন্দ্রনাথ সরকার ও তেজেন্দ্র মণ্ডল৷ বক্তারা বলেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে জাতীয় শিক্ষক দিবস হিসাবে এই দিনটিকে ঘোষণা করতে হবে৷ কারণ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বাংলা বর্ণমালা, নারী শিক্ষা, বিধবা বিবাহ চালু করেন৷ তাছাড়া উনি বহু প্রাথমিক, মাধ্যমিক ও মহা বিদ্যালয় স্থাপন করেন৷ সাথে সাথে বিশ্ববিদ্যালয়ও গড়ে তোলেন৷ এছাড়াও মানুষের উন্নয়নের জন্য বহু সেবামূলক প্রতিষ্ঠান ও গড়ে তোলেন৷
‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় কার্যালয় ২৬শে সেপ্ঢেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালন করা হয়৷ প্রথমে ঈশ্বরচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করেন কেন্দ্রীয় সচিব শ্রীজ্যোতিবিকাশ সিনহা ও অন্যান্য নেতৃবৃন্দ৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংঘটনিক সচিব শ্রী জয়ন্ত দাশ, ছাত্র নেতা তপোময় বিশ্বাস, সমতটের সংঘটন সচিব অরূপ মজুমদার, এছাড়া মিন্টু বিশ্বাস অন্যান্য নেতৃবৃন্দ৷
পুরুলিয়া ঃ পুরুলিয়া জেলার হুড়া ব্লকের লালপুরে, ঝালদা সাংঘটনিক জেলার চিৎমু অঞ্চলে, পুন্দাগ নেতাজী মোড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হয়৷ লালপুরে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলাসচিব লক্ষ্মীকান্ত মাহাত৷
এছাড়া ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে ঝাড়খণ্ডে ত্রিপুরা প্রভৃতি বাঙালী অধ্যুষিত অঞ্চলে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হয়৷ সর্বত্রই আওয়াজ ওঠে প্রকৃত শিক্ষাগুরু ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করতে হবে৷ আগামী দিনে এই দাবীতে ‘আমরা বাঙালী’ সারা বাঙালীস্তান জুড়ে আন্দোলন শুরু করবে৷