গত ১লা ও ২রা এপ্রিল,২০২২, শিলিগুড়ির বিকাশ ভবনে ‘‘আমরা বাঙালী’’ সংঘটনের সমগ্র বাঙালীস্তান কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল৷ ইতোপূর্বে ২০২১ সালে ১১ই জুলাই এই সংঘটনের দ্বাদশ ত্রৈবার্ষিক সম্মেসন কলিকাতায় অনুষ্ঠিত হয়েছিল৷ শিলিগুড়িতে সমগ্র বাঙালীস্তানের বিভিন্ন রাজ্য ও অঞ্চল থেকে আগত ৩০৮ জন সক্রিয় সদস্য ও ১৩৫ জন প্রাথমিক সদস্যদের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এই সম্মেলনে শ্রী নাগেশ্বর মাহাতো, শ্রী গোপাল রায়চৌধুরী, শ্রী অশ্বিনী রায়, শ্রীপার্থ রায় ও শ্রীমতি কল্পনা গিরি---এই পাঁচজনকে আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব শ্রী জ্যোতিবিকাশ সিন্হার নেতৃত্বে ঘটিত কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়৷ আগামী ২০২৩ সনে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন ও ২০২৪ এর পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অসম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যের লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে এই সম্মেলনের আয়োজন করা হয়৷ শিলিগুড়ি ভক্তিনগরে অবস্থিত বিকাশভবনে আয়োজিত সম্মেলন স্থলের নাম কয়েক মাস আগে প্রয়াত ‘‘আমরা বাঙালী’’ সংঘটনের প্রথম কেন্দ্রীয় সচিবের প্রতি শ্রদ্ধা হিসেবে শান্তিরঞ্জন পাইন মঞ্চ রাখা হয়৷ সম্মেলনের প্রথম দিন (১লা এপ্রিল) সভাপতিত্ব করেন শ্রীযুক্ত অসিত দত্ত মহোদয় ও দ্বিতীয় দিন (২রা এপ্রিল) সভাপতির আসন অলঙ্কৃত করেন শ্রীযুক্ত দানীশ পাল মহোদয়৷ প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে শ্রীযুক্ত বিদিত দেবনাথ ও সংঘটনের ত্রিপুরা রাজ্য সচিব শ্রী গৌরাঙ্গ রুদ্র পাল মহোদয়গণ৷