আমরা বাঙালীর কোচবিহার জেলা সম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২২শে সেপ্ঢেম্বর কোচবিহারের সুকান্ত মঞ্চ পান্থ নিবাস হলে ‘আমরা বাঙালী’র কোচবিহার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এই সম্মেলনে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সচিব উজ্জ্বল ঘোষ, হারাধন ভৌমিক, বরেন্দ্র সাংঘটনিক সচিব দলেন্দ্রনাথ রায়৷ প্রায় শতাধিক কর্মী এই সম্মেলনে অংশগ্রহণ করেন ও পরিশেষে রতন বর্মন মহোদয়কে জেলা সচিব হিসেবে নির্বাচিত করা হয়৷