‘আমরা বাঙালী’র  নেতাজী জয়ন্তী পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলকাতা সহ রাজ্যের  প্রতিটি জেলায় ‘আমরা বাঙালী’ সংঘটনের পক্ষ থেকে সাড়ম্বরে নেতাজীর ১২৪-তম জন্মজয়ন্তী পালন করা হয়৷ কলকাতায় চেতলা পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নেতাজী ভবনে এসে পৌঁছায়৷ সেখানে নেতাজীর মর্মরমূর্ত্তিতে সংঘটনের পক্ষ থেকে নেতা ও নেত্রীরা মাল্যদান করেন৷ রাজ্যের প্রতিটি জেলাতেই নেতাজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা  অনুষ্ঠানের আয়োজন করেন ‘আমরা বাঙালী’ সংঘটনের নেতৃবৃন্দ৷ স্বাধীনতা সংগ্রামে নেতাজীর ত্যাগ ও দেশপ্রেমের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ৷ কলকাতার নেতাজী ভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘটনের কেন্দ্রীয় সচিব বকুল রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাশ প্রমুখ৷ হুগলীতে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় সচিব প্রভাত খাঁ, জ্যোতিবিকাশ সিন্হা প্রমুখ৷ পুরুলিয়া জেলার অনুষ্ঠানে জেলা সচিব লক্ষ্মীকান্ত মাহাত, বিভূতি দত্ত প্রমুখ৷

মুর্শিদাবাদে আজিমগঞ্জ সিটি বাজার মোড়ে নেতাজীর প্রতি শ্রদ্ধা জানাতে ‘আমরা বাঙালী’র মূর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়৷ এই সভায় সভাপতিত্ব করেন শ্রী মোহন অধিকারী৷ সহ সচিব নিতাই মণ্ডল, দিব্যেন্দু চউধুরী প্রমুখ নেতৃবৃন্দ নেতাজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন৷

উত্তর বঙ্গের মূল অনুষ্ঠানটি হয় শিলিগুড়ি শহরে৷  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুশীরঞ্জন মণ্ডল, বাসুদেব সাহা প্রমুখ নেতৃবৃন্দ৷

পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, ত্রিপুরা ও অসমের বরাক ভ্যালিতে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে নেতাজী জয়ন্তী পালন করা হয়৷