সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
২ই ফেব্রুয়ারী ‘আমরা বাঙালী’-র পক্ষ থেকে নীলকণ্ঠ দিবস উপলক্ষ্যে দক্ষিণ কলকাতার হাজরা পার্কের নিকটে এস.পি মুখার্জী রোডে একটি পথসভা করা হয়৷
প্রাউট দর্শনের প্রবক্তা শ্রীপ্রভাতরঞ্জন সরকারকে ১৯৭৩ সালের ১২ই ফেব্রুয়ারী বিহারের বাঁকীপুর সেণ্ট্রাল জেলে বিষ প্রয়োগে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল৷ কিন্তু তীব্র বিষ পান করেও প্রাউট প্রবক্তা সেই বিষ হজম করে নেন৷ তাঁকে হত্যার চক্রান্ত ব্যর্থ হয়৷ পাপশক্তি পরাজিত হয়৷ প্রতি বছর প্রাউট তত্ত্বের অনুগামীরা এই দিনটি ‘নীলকণ্ঠ দিবস’ হিসেবে পালন করেন৷
এদিনের সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাশ, বাঙালী বিদ্বৎ সমাজের পক্ষে জ্যোতিবিকাশ সিন্হা, এসপি.সিং, মোহন অধিকারী, অরূপ মজুমদার, সুনীল চক্রবর্তী, শৈলেন মোদক ও কলকাতার জেলা সচিব গোপাল রায় চউধুরী, তপোময় বিশ্বাস প্রমুখ৷