হাওড়া ঃ ‘আমরা বাঙালী’ দলের পক্ষ থেকে এই জেলার মজে যাওয়া সরস্বতী নদী যাতে প্রকৃত নদীর মর্যাদা পায় তার জন্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে ও নিয়মিত তাঁরা মিটিং মিছিল করে গণ-সচেতনতা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷
‘আমরা বাঙালী’-র হাওড়া জেলা সচিব রামচন্দ্র সাহা বলেন, এই নদীটি হাওড়ার বহু মানুষের অস্তিত্ব ও জীবিকার সঙ্গে জড়িত৷ নদীটি বর্তমানে প্রায় মজে গেছে৷ জনসাধারণ দীর্ঘকাল থেকে এ ব্যাপারে বহু আবেদন-নিবেদন করা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছেন না৷ এমতাবস্থায় শ্রী মান্না সাধারণ মানুষের কাছে আবেদন রেখেছেন, ‘আসুন, আপনারা ও আমরা নিজেরা উদ্যোগী হয়ে এই নদীকে রক্ষার সংকল্প গ্রহণ করি৷ এই এলাকার ময়লা ও স্থানীয় বাজারের যাবতীয় আবর্জনা নদীতে ফেলা বন্ধ করার জন্যে সকলের কাছেই আবেদন রাখছি৷ এই নদীর সঙ্গে যোগাযোগ রক্ষাকারী বিভিন্ন খাল দিয়ে গড়মীর্জাপুর, মাসিলা, ধূলাগড় সব্জি মার্কেট প্রভৃতি এলাকার ময়লা নদীবক্ষে ফেলার কারণে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে ও বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে৷ এই কষ্টকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্যে সকলকে উদ্যোগী হতে হবে৷’