উত্তরপূর্বাঞ্চলে বাঙালী নির্যাতনের প্রতিবাদে ‘আমরা বাঙালী’ হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে রাণীহাটিতে আমতা মোড়ে বিক্ষোভ সভা করা হয়৷ গত ২১শে নভেম্বর ত্রিপুরার কাঞ্চনপুরে পুলিশের গুলিতে একজন বাঙালী যুবক নিহত ও কয়েকজন আহত হওয়ার প্রতিবাদে ‘আমরা বাঙালী’ কর্মীরা বিক্ষোভ দেখায় ৷ পরে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সচিব বকুল রায় বলেন--- শুধু কাঞ্চনপুর নয় সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বাঙালীরা আজ নানাভাবে নির্যাতিত হচ্ছে৷ আর্থিক অবরোধ শারীরিক অত্যাচারে বাঙালীর জীবন ও জীবিকা স্তব্ধ হয়ে গেছে৷ তিনি বলেন উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলি যদি বাঙালীদের নিরাপত্তা না দিতে পারে৷
তবে ‘আমরা বাঙালী’ দেশব্যাপী আন্দোলন শুরু করবে৷ সভায় আরও বক্তব্য রাখেন গোপা শীল, কৌস্তব সাহা, প্রদীপ কাঁড়ার প্রমুখ৷
প্রতিবাদ মিছিল ঃ গত ২৮ শে নভেম্বর জেলার কর্মী সমর্থকরা হাওড়া জেলার কোনা থেকে শুরু করে চামরাইল, মাঝের হাট জগদীশপুর প্রভৃতি অঞ্চলে পথ পরিক্রমা করে ত্রিপুরা বাঙালী হত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে৷