গত ৬ই আগষ্ট,২৩ আমরা বাঙালীর পূর্বমেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় কোলাঘাট পাওয়ার হাউসের সন্নিকটে রাক্সাচকে৷ সকাল ১০টায় অনুষ্ঠানের শুভারম্ভ হয় প্রাউট প্রবক্তা মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে৷
উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কৃত করেন প্রবীন আমরা বাঙালী নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী মোহনলাল অধিকারী৷ সম্মেলন উপলক্ষ্যে জেলা নেতৃত্ব ও জেলার আমরা বাঙালীর কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন৷ সম্মেলনের শুরুতে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন স্পান্দনিকের শিল্পীবৃন্দ৷ স্বাগত ভাষণের পর জেলা সচিব বিগত বছরের কাজকর্মের ও আগামী দিনের কর্মসূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ এছাড়াও উপস্থিত কর্মীবৃন্দের অনেকেই প্রাউটের সমাজ আন্দোলনের রূপরেখা ও প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন৷ আলোচনায় বলা হয় বর্তমান পরিস্থিতিতে প্রাউটের বিকেন্দ্রিত অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন ছাড়া অন্য কোন পথ নেই৷ বক্তাদের অনেকেই আমরা বাঙালীর সমাজ আন্দোলন সম্পর্কে জনগণকে সচেতন করার কথাও বলেন৷
কেন্দ্রীয় সচিব বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতির ব্যাখ্যা করে সংঘটনকে তৃণমূল স্তরে বিস্তারের জন্য সকলকে আহ্বান জানান৷ সভাপতির বক্তব্যের পর প্রথমপর্ব সমাপ্ত হয়৷ মধ্যাহ্ণ ভোজনের পর নতুন জেলা কমিটি নির্বাচিত হয়৷ কমিটিতে কোন পরিবর্তন বা নতুন সংযোজন হয়নি৷ পূর্বতন কমিটি আগামী দু’বছরের জন্য আবার নির্বাচিত হয়৷