আমরা বাঙালী’র শহীদ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শিলচর ঃ অসম রাজ্যের কাছাড় জেলার উত্তরবন্দের শহীদ বাবুল দেবের স্মরণে ‘‘আমরা বাঙালী’’ অসম রাজ্য কমিটির পক্ষ থেকে ৭ই জুন ২০২১ দিনটি কোভিড পরিস্থিতিতে ঘরোয়াভাবে শহীদ দিবস রূপে পালন করে৷ বাবুল দেবের প্রতিকৃতিতে  মাল্যদান করেন ‘‘আমরা বাঙালী’’ অসম রাজ্য সচিব সাধন পুরকায়স্থ, আজমল হোসেন চৌধুরি, তপোময় পুরকায়স্থ৷

সাধনবাবু জানান---ইংরেজি ১৯৮৭ সনের ৫ই জুন সারা অসম ছাত্র সংস্থা, আসু অধুনালুপ্ত আই.এম.ডি.টি আইন বাতিল ও অসম চুক্তি বাস্তবায়নের দাবীতে রাজ্যব্যাপী সর্বাত্মক বনধের ডাক দিয়েছিল৷ বাঙালীদের স্বার্থ বিরোধী এই বনধের বিরুদ্ধে ‘‘আমরা বাঙালী’’ দল সক্রিয়ভাবে বিরোধিতায় নেমেছিল৷ কংগ্রেস, আকসা, সাসু, সংগ্রাম সম্বন্বয় সমিতি প্রভৃতি সংঘটনও বনধের বিরোধিতা করেছিলেন৷

বাঙালী স্বার্থ-পরিপন্থী এই বনধের বিরোধিতা করতে গিয়ে উদারবন্দে ‘‘আমরা বাঙালী’’ কর্মী বাবুল দেব, উদারবন্দ পুলিশ থানার  সামনে আসুর গুণ্ডাবাহিনীদের দ্বারা আক্রান্ত হয়ে গুরুতর আহত অবস্থায় শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়৷ ৭ই জুন চিকিৎসারত অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে শহীদ হন৷ খুনীদের বিরুদ্ধে উদারবন্দ পুলিশ মামলা করা হয়৷ (মামলা নং76/1987u/s-147/148/188/326/223/302 1pc.C.S No-05/89) কিন্তু ক্ষমতাসীন অ,গ,প সরকার খুনীদের ওপর থেকে মামলা প্রত্যাহার করে নেয়৷ আমরা তদানীন্তন অ,গ,প সরকারের খুনীদের আড়াল করার এই ঘৃণ্য সিদ্ধান্তের তীব্র ধিক্কার জানাই ও পুনরায় মামলা চালু করার দাবী রাখছি৷ পাশাপাশি আপামর বাঙালীদের কাছে আহ্বান করছি--- বাবুল দেবের আত্মত্যাগে যে ইতিহাস তৈরী হয়েছে তা থেকে শপথ নিয়ে আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলনে আরো তীব্রভাবে ঝাঁপিয়ে পড়তে হবে৷ অসম চুক্তির কুফল হিসেবে ডি-ভোটার, ডিটেনশন ক্যাম্প, এন আর সি তৈরী হয়েছে৷ লক্ষ্য লক্ষ্য বাঙালী নাগরিকত্বহীন-নাগরিকত্বের নামে চলছে প্রহসন, ধাপ্পাবাজি৷ এই কালো চুক্তির আধারে  সমস্ত আইন বাতিলের দাবি রাখছি ও প্রতিজন বাঙালীর নাগরিকত্ব তথা মৌলিক অধিকার সুনিশ্চিততার  দাবী রাখছি৷

এছাড়া কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কলকাতার ২ নং বল্লভস্ট্রিট স্থিত কার্য্যালয়ে শহীদ বাবুল দেবের স্মরণসভার আয়োজন করা হয়েছিল৷ মাল্যদান করেন-কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায়, যুব শাখার  সচিব তপোময় বিশ্বাস, হিতাংশু ব্যানার্জি, শুভেন্দু ঘোষ, বাপী পাল প্রমুখ৷