অমৃতলোকে  অমিতাভ সেনগুপ্ত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
amitabha Sengupta

বিশিষ্ট সমাজসেবী ও নিষ্ঠাবান আনন্দমার্গী শ্রী অমিতাভ সেনগুপ্ত গত ১৮ই জুলাই ভোরে পরলোক গমন করেন৷ তিনি ১৯৪২ সালের বুদ্ধপূর্ণিমায় জন্মগ্রহণ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর৷ তিনি বাঁকুড়া জেলার বাঁকুড়া শহরের প্রতাপ বাগানের বাসিন্দা ছিলেন৷ বাঁকুড়া পাঁচমুড়া কলেজে সংস্কৃতের অধ্যাপক ছিলেন৷ ওই কলেজ থেকেই তিনি চাকুরী জীবনের অবসর নেন৷ শ্রী অমিতাভ সেনগুপ্ত আনন্দমার্গের একজন আদর্শপরায়ণ ও একনিষ্ঠ কর্মী ছিলেন৷ মার্গের নানাবিধ কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন৷ তবে তিনি মূলত আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক তত্ত্ব প্রাউটের প্রচার ও প্রসারের কাজে আত্মনিয়োগ করেছিলেন৷ জরুরী অবস্থার সময় তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন৷ তাঁর স্ত্রী একপুত্র এক কন্যা বর্তমান৷

২৫শে জুলাই সকাল ১০ ঘটিকায় তাঁর নিজ বাসভবনে আনন্দমার্গে চর্যাচর্য শাস্ত্রবিধিমতে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷