আমতায় ভাষা দিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আমরা বাঙালী হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে আমতা বাসস্ট্যাণ্ডে গত ১৯শে মে ভাষাদিবস পালন করা হয়৷ ১৯৬১ সালে অসমে বরাকবঙ্গের ভূমিপুত্রদের  মাতৃভাষা বাংলা ব্যবহারের অধিকার কেড়ে নেবার প্রতিবাদে  শিলচরে প্রতিবাদ মিছিল বার হয়৷ সেখানে অসম রাইফেলের গুলিতে কিশোরী কমলা ভট্টাচার্যসহ এগার জন নিহত হয়৷ এইদিন ওই ১১জন শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন আমরা বাঙালীর নেতৃবৃন্দ পশ্চিমবঙ্গের সব কাজে বাংলা ব্যবহারের দাবী জানায়৷