সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১লা আগষ্ট আমতা সিটিসি বাসস্ট্যাণ্ডে জগদীশচন্দ্র বসু মঞ্চে আমতা আনন্দমার্গ স্কুলের উদ্যোগে ছাত্র-ছাত্রারা সাধারণ মানুষের হাতে চারাগাছ তুলে দেয়৷ প্রায় ৯০০ চারাগাছ বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত এডিএম ফটিক চক্রবর্তী, আমতা স্কুলের প্রাক্তন শিক্ষক বরুণ বন্দ্যোপাধ্যায়, অশোক ধারা, তপন সাহা ও আমতার বহু বিশিষ্টজন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আমতা স্কুলের টিচার-ইন-চার্জ লক্ষ্মীকান্ত হাজরা ও সহ শিক্ষকবৃন্দ৷