সংবাদদাতা
পি.এন.এ.
সময়
শুধুমাত্র না খেতে পেয়ে অনাহারে বিশ্বে প্রতি ৪ সেকেণ্ডে একজনের মৃত্যু হচ্ছে৷ ২০০টির বেশী এন.জি.ও রাষ্ট্রসংঘে এমন চিত্র তুলে ধরেছে বলে সংবাদে প্রকাশ৷ তারা এই পরিস্থিতি থেকে বিশ্বকে বের করে আনতে সমস্ত দেশকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানায়৷ তাদের পেশ করা রিপোর্ট অনুযায়ী এই মুহুর্তে বিশ্বের ৩৪৫ কোটি মানুষ তীব্র খাদ্য সঙ্কটে ভুগছে৷ ৪৬ দেশের আরও ৫ কোটি বাসিন্দার অবস্থা তথৈবচ৷ বিশেষ করে ২০১৯ সালের পরে খাদ্য সংকটে ভুগতে থাকা মানুষের সংখ্যা প্রায় দ্বিগুন হয়ে গেছে৷ ভারত বিশ্ব খাদ্যসূচকে ২০২১ সালে ১০১ নম্বরে রয়েছে৷ ২০০৪ সালে ছিল ৫৫ নম্বরে৷ সমাজে বেড়ে চলা অসাম্যকেই এইজন্য দায়ী করেছেন অর্থনীতিবিদরা৷