আন্দামানে আনন্দমার্গ স্কুলে রক্তদান শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পোর্টব্লেয়ার : গত ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আনন্দমার্গ স্কুল ও আন্দামান নিকোবর এইডস্ কণ্ট্রোল সোসাইটির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার জুবিলিঘাটের আনন্দমার্গ স্কুলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷

এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় শ্রমদপ্তরের আধিকারিক শ্রীমধুসূদন বৈদ্য৷ এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন পোর্টব্লেয়ার জি বি পন্থ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক ইনচার্জ ডঃ কোদানড্রাম৷ তিনি বলেন রক্ত দান করলে রক্ত শরীরে ফিল্টার হওয়ার সুযোগ পায়, শরীরে নতুন রক্ত তৈরী হয়---যা বেশী রোগ প্রতিরোধে সক্ষম হয়৷ রক্ত দেওয়ার ফলে যেমন রক্তদাতা উপকৃত হন, সেইরকম ব্লাডব্যাঙ্কগুলিতে রক্তের যোগান হয় ও প্রয়োজনানুযায়ী মানুষদের রক্ত প্রদান করা সম্ভব হয়৷ এছাড়াও ডাঃ কোদানড্রাম বলেন---বর্তমানে এইডস্-এর মত মারণ রোগের প্রকোপ দ্রুত বেড়ে চলেছে, তাই যুব সমাজকেও সাবধান ও সংযত জীবনযাপন করতে হবে৷ উল্লেখ্য এই শিবিরে ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন৷ যাঁরা রক্ত দেন তাঁদের হাতে শংশাপত্র তুলে দেওয়া হয়৷