গত ২৬ ও ২৭ জানুয়ারী আন্দামানের ডিগলিপুর আনন্দমার্গ স্কুলে ফার্স্ট ডায়োসিস সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল৷ এই সেমিনারে প্রায় ৫০ জন স্থানীয় আনন্দমার্গী উপস্থিত ছিলেন৷ সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য দীপাঞ্জনানন্দ অবধূত৷ তিনি যোগ, তন্ত্র ও কেবলাভক্তি, আনন্দমার্গ এক বিপ্লব---বিষয়গুলির ওপর বিস্তারিত আলোচনা করেন৷ সেমিনারের আয়োজক ছিলেন আচার্য চিরদেবানন্দ অবধূত৷
পোর্টব্লেয়ার : গত ৯ ও ১০ ফেব্রুয়ারী পোর্ট ব্লেয়ার আনন্দমার্গ স্কুলে ফার্স্ট ডায়োসিস সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে ‘প্রমা’, ‘যোগ, তন্ত্র, কেবলাভক্তি ও আনন্দমার্গ এক বিপ্লব---ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন আচার্য দীপাঞ্জনানন্দ অবধূত৷ স্থানীয় প্রায় ৪০ জন মার্গী ভাইবোন এই সেমিনারে অংশগ্রহণ করেন৷ আচার্য কৃষ্ণপ্রসন্নানন্দ অবধূত ও আচার্য সুদীপানন্দ অবধূতের যৌথ উদ্যোগে ও তাঁদের সুপরিচালনায় এই সেমিনারটি সাফল্যমণ্ডিত হয়৷