সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
ডিগলিপুর আনন্দমার্গ স্কুলে গত ২৪, ২৫ ও ২৬শে ফেব্রুয়ারী আনন্দমার্গের সেমিনার অনুষ্ঠিত হয়৷ প্রথম দিন যথারীতি অখণ্ড কীর্ত্তন ও মিলিত সাধনা দিয়ে সেমিনারের উদ্বোধন হয়৷ সেমিনারে প্রধান প্রশিক্ষকরূপে উপস্থিত ছিলেন আচার্য বোধিসত্তানন্দ অবধূত ও আচার্য দীপাঞ্জনানন্দ অবধূত৷ তাঁরা আনন্দমার্গ দর্শন ও সাধনামার্গের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ মানুষের দৈহিক ও মানসিক ও আত্মিক বিকাশের জন্যে অষ্টাঙ্গিক যোগ সাধনার বিষয়েও তাঁরা আলোচনা করেন ও নবাগতদের সাধনা শেখান৷