আগামী ২০২৬-এর কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছেড়ে দিল গোল্ড কোস্ট৷ ফলে আদৌ প্রতিযোগিতা হবে কি না তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে৷ পরের কমনওয়েলথ শুরু হওয়ার কথা ২০২৬ সালে৷ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সেই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল৷ কিন্তু সেখানকার মেয়র চাইলেও ডেপুটি মেয়র ও বাকিদের আপত্তিতে শেষ পর্যন্ত ২০২৬ সালের দায়িত্ব ছেড়ে দিয়েছে গোল্ড কোস্ট৷
২০১৮ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল গোল্ড কোস্ট৷ আরও একবার তারা কমনওয়েলথ গেমস আয়োজন করতে চেয়েছিল৷ কিন্তু এখন তারা এই দায়িত্ব থেকে সরে যাওয়ার ফলে হয়তো কমনওয়েলথ গেমস বাতিল করতে হবে৷ অন্য কোনও শহর গেমস আয়োজনে রাজি না হলে বাতিলও করা হতে পারে বলে আশঙ্কা আয়োজকদের৷ শুধু ২০২৬ নয়, ২০৩০ সালের জন্যেও কোন আয়োজক শহর পাওয়া যাচ্ছে না৷
চার বছর অন্তর কমনওয়েলথ গেমসের আয়োজন করা হয়৷ বিভিন্ন ধরণের খেলা থাকে এই প্রতিযোগিতায়৷ ৭০-এর বেশি দেশ যারা এক সময় ব্রিটিশ শাসনে ছিল, সেই দেশগুলিকে নিয়ে এই প্রতিযোগিতা হয়৷ শেষ কমনওয়েলথ গেমস হয়েছিল বার্মিংহামে৷ সেখানে ভারত চতুর্থ স্থানে শেষ করে৷ ২২টি সোনা, ১৬টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ জিতেছিল৷ সব থেকে বেশি পদক জিতেছিল অস্ট্রেলিয়া৷ সেবার ১৭৯টি পদক জিতেছিল তারা৷