অনলাইন আলোচনা সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কোভিড-১৯ পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বিধি মেনে আনন্দমার্গ দর্শনের বিভিন্ন বিষয়ের ওপর অনলাইনে আলোচনার ব্যবস্থা হয়েছে মার্গের দর্শনকে মানুষের সামনে তুলে ধরতে৷ এইসব আলোচনা সভায় থাকছেন আচার্য ধ্যানেশানন্দ অবধূত, আচার্য প্রসূনানন্দ অবধূত, আচার্য দিব্যচেতনানন্দ অবধূত, সুনন্দিতা ভৌমিক খগেন্দ্রনাথ দাস প্রমুখ৷

গত ২৬ ও ২৭ শে নভেম্বর রেঁণেসা ইয়ূনিবার্র্সল ও রাজস্থান বিশ্ববিদ্যালয়ের দর্শন ও সংসৃকত বিভাগের যৌথ উদ্যোগে আনন্দমার্গ দর্শনের অর্থনীতি, দর্শন, বিজ্ঞান, নব্যমানবতাবাদী শিক্ষা প্রভৃতি বিষয়ের ওপর এক মনোজ্ঞ আলোচনা হয়৷

এই আলোচনা সভায় মহাত্মাগান্ধী হিন্দী অন্তরাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রজনীশ শুক্ল প্রধান অতিথি ছিলেন৷ স্বাগত ভাষণ দেন রাজস্থান বিশ্ববিদ্যালয়ের সংসৃকত বিভাগের  প্রধান ডঃ সুনীতা শর্মা, মাইক্রোবাইটাম বিষয়ে বলেন অধ্যাপক উত্তম পতি, আচার্য দিব্যচেতনানন্দ অবধূত রেনেসাঁ ইয়ূনিবার্র্সলের কেন্দ্রীয় সচিব নব্যমানবতাবাদের ওপর বক্তব্য রাখেন৷ এছাড়া বক্তব্য রাখেন ডঃ নবীন জানা প্রমুখ৷