অনলাইন আলোচনাচক্র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দমার্গ প্রচারক সংঘের সাংস্কৃতিক শাখা রেণেসাঁ ইয়ূনিবার্র্সলের পক্ষ থেকে গত ২৫শে সেপ্ঢেম্বর জাতীয় ওয়েবিনারে একটি  আলোচনাচক্রের  আয়োজন করা হয়েছিল৷ আলোচনাচক্রের বিষয় ছিল ---বিজ্ঞান ও আধ্যাত্মিকতায় শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী অবদান৷

আলোচনায় প্রধান অতিথি তিরুপতি শ্রী ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক বিজয় ভাস্কর রাও আধুনিক জীবনে বিজ্ঞানের ভূমিকা নিয়ে আলোচনা করেন৷ গুয়াহাটি আই আই টির রসায়ন বিভাগের অধ্যাপক শুভেন্দু শেখর বাগ বিজ্ঞান ও আধ্যাত্মিক বিষয়ের ওপর বক্তব্য রাখেন৷ তিনি বলেন--- বিজ্ঞান ও আধ্যাত্মিকতার সঙ্গে খুব বেশি পার্থক্য নেই৷ আনন্দমার্গের দর্শন ভিত্তিক তিনি যোগেরও ব্যাখ্যা দেন৷ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মণিদীপা দাস বুদ্ধির মুক্তি ও নব্যমানবতাবাদ নিয়ে আলোচনা করেন৷ তিনি বিভিন্ন ভাবজড়তা ও আনন্দমার্গ দর্শনের সমসমাজ তত্ত্বের ব্যাখ্যা করেন৷ এছাড়া ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ডঃ সিন্ধু পৌড়াল, ডঃ পিবিভি শিবপ্রসাদ, অরুণাভ চট্টোপাধ্যায় প্রমুখ ভাষা বিজ্ঞান, সৃষ্টিতত্ত্ব, আনন্দমার্গের দর্শনশাস্ত্র ‘আনন্দসূত্রম’ বিষয় নিয়ে আলোচনা করেন৷ আলোচনাচক্রে  সভাপতি ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডঃ সিরাজুল ইসলাম৷ সমগ্র অনুষ্ঠানের আয়োজক ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় জনসংযোগ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত৷