সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
২২শে মেঃ গতকাল বাইশে মে আনন্দ নগরের চিতমু গ্রামে কেন্দ্রীয় ধর্ম প্রচার সচিব নির্দেশিত বিশেষ ধর্মচক্র অনুষ্ঠান যথাবিহিত পালন করা হলো।
সকালে পাঞ্চজন্যের সাথে অনুষ্ঠান শুরু হয় । তারপর আবর্ত কীর্তন আর মিলিত সাধনা হয়।
সন্ধ্যায় কীর্ত্তন শেষে মিলিত সাধনার পর আনন্দ নগরের রেক্টর মাস্টার আচার্য নারায়ণানন্দ অবধূত সংক্ষিপ্ত ও মনোগ্রাহী বক্তব্য রাখেন। বিষয় ছিল অহংকার ও নিষ্ঠাবান। উনি ব্যষ্টিগত কিছু অভিজ্ঞতা উল্লেখ করে বিষয়ের গভীরতা সহজ ও সুন্দরভাবে উপস্থাপন করেন। স্থানীয় ভক্ত বৃন্দ বিষয়ের গুরুত্ব ও প্রাঞ্জলতা অনুধাবন করে আরো উজ্জীবিত হবেন আশা রাখি।