আনন্দমার্গ আশ্রমে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নিউ  ব্যারাকপুর : গত ২৫শে ডিসেম্বর বুধবার নিউ ব্যারাকপুর আনন্দমার্গ আশ্রমে শতাধিক ভক্তের উপস্থিতিতে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড সংকীর্ত্তন   (মাসিক কীর্ত্তন অনুষ্ঠান) অনুষ্ঠিত হয়৷ এই সঙ্গে সপ্তদশ বর্ষের অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠানের বর্ষপূর্ত্তি হ’ল৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন শ্রী মোহন অধিকারী, আচার্য বাসুদেবানন্দ অবধূত, আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত ও আচার্য শিবপ্রেমানন্দ অবধূত প্রমুখ৷ আনন্দমার্গের বিভিন্ন দিক ও কীর্ত্তন মহিমার ওপরে মূল্যবান বক্তব্য রেখেছেন আচার্য অভিব্রতানন্দ অবধূত, আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন উত্তর ২৪ পরগণা জেলার ভুক্তিপ্রধান শ্রী সন্তোষ কুমার বিশ্বাস৷ প্রত্যক্ষ সহযোগিতায় ছিলেন শ্রী অরবিন্দ কর মহাশয়৷ কীর্ত্তন শেষে উপস্থিত সকলকে নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয়৷ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷