আনন্দমার্গ বিধিতে গৃহ প্রবেশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৬শে সেপ্ঢেম্বর ২৪ সিংঘাঘরা নিবাসী সুভাষ মাহাতোর নবনির্মিত ‘ঘনুরাম-অমূল্য-রেখা স্মৃতি’ বাসভবন আনন্দমার্গ চর্যাচর্য বিধি অনুযায়ী প্রতূ্যষে গৃহ প্রবেশ অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ নাম-সংকীর্তন, মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায়, তত্ত্বসভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়৷মানসিক মঙ্গল কামনায় নাম সংকীর্তন

নিজস্ব সংবাদদাতা ঃ ২৪শে সেপ্ঢেম্বর’২৪ শ্যামপুর ‘মাতৃস্নেহ’ আনন্দমার্গ মহিলা বিভাগের আশ্রমে এক ভক্ত শুভানুধ্যায়ীর পৃষ্ঠপোষকতায় মানসিক শান্তি ও সকলের মঙ্গল কামনায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশেষ অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ নাম-সংকীর্তন, মিলিত ঈশ্বর 22