সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
১১ই সেপ্ঢেম্বর’২৪ ছটকা নিবাসী দিব্যেন্দু ও মৈত্রেয়ী মণ্ডলের একমাত্র পুত্র ও প্রথম সন্তান দেবপ্রিয় মণ্ডলের ৫ম জন্মবার্ষিকী জন্মদিন আনন্দমার্গ চর্যাচর্য বিধিমতে পালন করা হয়৷ এই উপলক্ষ্যে তিনঘণ্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ নাম-সংকীর্তন, মিলিত ঈশ্বর প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় শেষে বয়স্করা মঙ্গল তিলক ও আশীর্বাদ দিয়ে কল্যাণ কামনা করা হয়৷ প্রীতি ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়৷