নদীয়া জেলায় অন্তর্গত আসান নগর গ্রামের বিশিষ্ঠ আনন্দমার্গী শ্রী অভিভূষণ রায়ের মাতৃদেবী শ্রীমতী গোলাপী রায় ১১২ বছর বয়সে গত ১০ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৬টা ২৮মি এ প্রয়াত হন৷ আত্মীয় পরিজন সকলের উপস্থিতিতে আনন্দমার্গীয় বিধিতে তাঁর অন্ত্যেষ্ঠি ক্রিয়া সম্পন্ন হয়৷
গত ১৯শে ফেব্রুয়ারী শনিবার আসান নগরে তাঁর নিজ বাসভবনে আত্মীয় পরিজন প্রতিবেশী বন্ধুবান্ধব ও আনন্দমার্গের সদস্যবৃন্দের উপস্থিতিতে এক আধ্যাত্মিক পরিমণ্ডলে আনন্দমার্গীয় রীতিতে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
উক্ত অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন তরুণ মার্গীভাই কৌশিক সরকার৷ প্রভাত সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়৷ এছাড়াও প্রভাতসঙ্গীত পরিবেশন করেন নবরায়নগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ অভিধ্যানা আচার্যা৷ প্রভাত সঙ্গীত ও মানবমুক্তির মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তনের পর মিলিত সাধনা গুরুপূজা ও চরম নির্দেশ হয়৷ আনন্দ বচনামৃতম থেকে ‘‘শ্রাদ্ধ’ বিষয়টি স্বাধ্যায় করেন আচার্য সর্বজ্ঞানানন্দ অবধূত৷ আনন্দমার্গের বিধি অনুসারে শ্রাদ্ধানুষ্ঠানের বৈশিষ্ঠ কী --- এ বিষয়ে মূল্যবান আলোচনায় অংশগ্রহণ করেন আনন্দমার্গের প্রবীন সদস্য গৌরাঙ্গ ভট্টাচার্য৷ শ্রাদ্ধানুষ্ঠানে পৌরহিত্য করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য শান্তশুভানন্দ অবধূত৷