সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
৩০শে সেপ্ঢেম্বর’২৪ আনন্দনগর সিংঘাঘরা নিবাসী সুভাষ ও চপলা মাহাতোর একমাত্র পুত্র তপনের(সফওয়্যার ইঞ্জিনিয়ার) সহিত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট-জলঘর নিবাসী ভগীরথ ও আলতা বর্মনের দ্বিতীয় কন্যা পুষ্পিতার (গভর্নমেন্ট স্কুল শিক্ষিকা) আনন্দমার্গ চর্যাচর্য বিধিমতে জলঘর নিজ বাসভবনে প্রভাতসঙ্গীত (ভজন), কীর্তন ও মিলিত ঈশ্বর প্রণিধান সহযোগে এক আধ্যাত্মিক পরিমণ্ডলে বৈপ্লবিক শুভ বিবাহ অনুষ্ঠিত হয়৷ আচার্য মোহনানন্দ অবধূত উপস্থিত আমন্ত্রিত অতিথিবর্গদের কাছে আনন্দমার্গ বিবাহের বৈশিষ্ট্য কী এ সম্বন্ধে ব্যাখ্যা করেন৷ পাত্র পক্ষে পৌরহিত্য করেন রায়গঞ্জ ডায়োসিস সেক্রেটারী আচার্য নিত্যলীলানন্দ অবধূত ও পাত্রী পক্ষে ডায়োসিস সেক্রেটারী (মহিলা) অবধূতিকা আনন্দ সুধাসরিতা আচার্যা৷