আনন্দমার্গ বিধিতে শুভবিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১২ই ডিসেম্বর’২৪ আনন্দনগরের চিৎমু নিবাসী গৌড় ও করুণা গরাঞের পঞ্চম সন্তান গোপালের সহিত ঝালদা থানার গোরিয়া গ্রাম নিবাসী জুরেন ও গায়ত্রী গরাঞের তৃতীয় সন্তান তথা দ্বিতীয় কন্যা সন্তান পুনমের আনন্দমার্গে চর্যাচর্য বিধানুযায়ী সঙ্গীত, নামকীর্তন, মিলিত ঈশ্বর প্রণিধান, বর্ণার্ঘ্যদানের মাধ্যমে সৃষ্ট আধ্যাত্মিক পরিবেশে শুভবিবাহ অনুষ্ঠিত হয়৷ পাত্র পক্ষে পৌরহিত্য করেন আচার্য আত্মধ্যানানন্দ অবধূত ও পাত্রী পক্ষে পৌরহিত্য অবধূতিকা আনন্দ অনুময়া আচার্যা৷