আনন্দমার্গ বয়েজ চিলড্রেন্স হোম

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৬ই নভেম্বর,২৩ পুরুলিয়া জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষা শ্রীমতি নীলাঞ্জনা পট্টনায়ক চ্যাটার্জী, অর্জুন মাহাত সহ কয়েকজন হঠাৎ করে আনন্দনগর বয়েজ হোমের ছেলেদের জন্যে খাদ্যবস্তু নিয়ে উপস্থিত হন ও তাদের বিতরণ করেন৷ গত ৪-৫ নভেম্বর,২৩ আনন্দমার্গ বয়েজ চিলড্রেন্স হোমের ছেলেদের সমুদ্র দেখা ও তৎসম্বন্ধিয় শিক্ষার উদ্দেশ্য দীঘা ভ্রমণ করা হয়৷