সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
১৪ই ফেব্রুয়ারী’২৫ চিৎমু নিবাসী ঘনশ্যাম ও সত্যবতী টুডুর প্রথম পুত্র সন্তানের পর দ্বিতীয় কন্যা সন্তানের আনন্দমার্গ চর্যাচর্য বিধানুযায়ী নামকরণ ও অন্নপ্রাশন নিজগৃহে অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অখণ্ড ‘বাবা নাম কেবলম’ নাম-সংকীর্তন, মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় শেষে নামকরণের তাৎপর্য ব্যাখ্যা করার পর সকলে মিলে নবাগতা শিশুর নাম রাখা হয় অরুণিমা৷ প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়৷