গত ২১শে আগষ্ট জাতীয় ওয়েবিনারে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জন্মশতবর্ষ উপলক্ষ্যে এক আলোচনাচক্রের আয়োজন করেছিল আনন্দমার্গ প্রচারক সংঘের বুদ্ধিজীবী শাখা রেণেসাঁ ইয়ূনিবার্র্সল৷ আলোচ্য বিষয় ছিল মানবসমাজের সার্বিক বিকাশে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর বহুমুখী অবদান৷ আলোচনাচক্রে আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক তত্ত্ব ও তিনস্তরীয় শিল্প ব্যবস্থার ওপর আলোকপাত করেন দর্শন বিষয়ের অধ্যাপক ডঃ পতিতপবন দাস৷ তিনি মানুষের নূ্যনতম প্রয়োজন পূর্তি ও গুণগত মান অনুযায়ী উৎসাহ প্রদানের উপর আলোচনা করেন৷
অর্থনীতির চারটি স্তর--- সাধারণ অর্থনীতি,বানিজ্য অর্থনীতি, গণর্থনীতি ও মানস অর্থনীতি বিষয়ে আলোচনা করেন অধ্যাপক চেতন বর্মা৷ অধ্যাপক সুদীপ চক্রবর্তী আলোচনা করেন শ্রী প্রভাতরঞ্জন সরকার রচিত ‘সভ্যতার আদি বিন্দু রাঢ়’ গ্রন্থের উপর৷ বিজ্ঞান ও আধ্যাত্মিকতা বিষয়ে আলোচনা করেন অধ্যাপক শুভেন্দু শেখর বাগ৷ অধ্যাপক গোপালচন্দ্র মিশ্র বিভিন্ন বক্তার বক্তব্য বিষয়ের উপর আলোকপাত করেন৷ সভায় সভাপতি ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন ডঃ সুনন্দিতা ভৌমিক৷ সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন রেনেসাঁ ইয়ূনিবার্র্সলের কেন্দ্রীয় সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত৷