আনন্দমার্গ দর্শন বিষয়ে আলোচনাচক্র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গত ১৪ই আগষ্ট জাতীয় ওয়েবিনারের আয়োজন করেছিল  আনন্দমার্গ প্রচারক সংঘের বুদ্ধিজীবী শাখা রেণেসাঁ ইয়ূনিবার্র্সল৷ এই ওয়েবিনারে সভাপতি ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক গোপালচন্দ্র মিশ্র৷ শ্রী মিশ্র তাঁর আলোচনায় শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর বহুমুখী প্রতিভার কথা প্রসঙ্গে বলেন--- দর্শন, সঙ্গীত, নব্যমানবতাবাদ, ভাষাবিজ্ঞান অর্থনীতি প্রভৃতিতে আনন্দমূর্ত্তিজীর অবদান মৌলিক চিন্তার বিষয় যা সহজেই মানুষকে আকৃষ্ট করে৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব্‌ অ্যাডভান্সড স্টাডির  ভাইস চেয়ারম্যান অধ্যাপক চমনলাল গুপ্তা তাঁর ভাষণে  শিল্প, সাহিত্য, নব্যমানবতাবাদ প্রভৃতি বিষয়ে আনন্দমূর্ত্তিজীর অবদানের কথা উল্লেখ করেন৷ বিশ্বভারতীর দর্শন ও তুলনামূলক ধর্ম বিভাগের অধ্যাপক সিরাজুল ইসলাম আলোচনা করেন নৈতিকতা সম্পর্কে আনন্দমূর্ত্তিজীর নূতন দৃষ্টিভঙ্গীর কথা৷ আনন্দমার্গ দর্শনে আধ্যাত্মিকতা বিষয়ের বিষয়ের ওপর বক্তব্য রাখেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধান  ডঃ লক্ষ্মীকান্ত পাঁধী৷ এছাড়া বক্তব্য রাখেন বারাসাত পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ডঃ শায়খ সাবির আলি, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ডঃ সন্তু সিংহ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের  সংস্কৃত  বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত মণ্ডল প্রমুখ৷ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়েরর শিক্ষা বিভাগের অধ্যাপিকা ডঃ সুনন্দিতা ভৌমিক৷

সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন রেনেসাঁ ইয়ূনিবার্সালের কেন্দ্রীয় সচিব আচার্য দিব্যচেতনানন্দ  অবধূত