শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর ১০০তম জন্মদিন উপলক্ষ্যে আনন্দমার্গ দর্শন ও আদর্শ জীবন যাপনে আধ্যাত্মিক অনুশীলনের প্রয়োজনীয়তা বোঝাতে আনন্দনগরের বিভিন্ন বিভাগের কর্মীরা বিভিন্ন প্রচার কর্মসূচী নিয়েছেন৷
গত ১৮ই জানুয়ারী কোটশিলায় গুরুকুল টিচার ট্রেনিং কলেজের ব্যবস্থাপনায় তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন, নগর কীর্ত্তন, তত্ত্বসভা অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷
গত ২৪শে জানুয়ারী আনন্দনগর সংলগ্ণ শ্যামপুর গ্রামে ৩ঘন্টা ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন, নগর কীর্ত্তন ও তত্ত্বসভার আয়োজন করেছিলেন স্থানীয় মার্গী শ্রী অবনী মাহাত শ্রীমতি মিনা মাহাত ও আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ অনুময়া আচার্যা৷
তত্ত্বসভাগুলিতে আনন্দমার্গ দর্শন ও আদর্শ জীবনধারা বিষয়ে বক্তব্য রাখেন আচার্য নারায়ণানন্দ অবধূত, আচার্য মুক্তানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দসুমিতা আচার্যা৷