গত ১৭, ১৮ই নভেম্বর দুইদিন ব্যাপী এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় আনন্দমার্গ দর্শনের ওপর৷ আলোচনার বিষয় বস্তু ছিল--- দর্শন, বিজ্ঞান, নব্যমানবতাবাদ, অর্থনীতি ও নব্যমানবতাবাদ শিক্ষায় শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর অবদান৷
অনুষ্ঠানটি আয়োজন করেন যৌথভাবে রেণেসাঁ ইয়ূনিবার্সল ও পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ৷ অনুষ্ঠানটির উদ্বোধন করেন ১৭ই নভেম্বর অরুণাচল প্রদেশের রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য৷ স্বাগত ভাষণ দেন পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ডঃ শিবাণী শর্মা৷
আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের কেন্দ্রীয় জনসংযোগ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত জানান--- মুম্বাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপিকা মনীষা কুলকর্ণী প্রভাত সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠান শুরু করেন৷ এরপর আনন্দমার্গ দর্শনের বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখেন আচার্য দিব্যচেতনানন্দ অবধূত, দেশের নানা প্রান্তের শিক্ষা বিভাগের গুণিজনেরা--- ডঃ সুরেন্দ্র মোহন মিশ্র, রামনাথ ঝা, বিভা আগরওয়াল, ডঃ ভাগ্যশ্রী ভার্র্ম, অনিল প্রতাপ গিরি প্রমুখ৷