রেণেসাঁ ইয়ূনিবার্র্সলের যৌথ উদ্যোগে নারী জাতির উন্নয়নে আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবর্তক শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর অবদান নিয়ে একটি জাতীয় ওয়েবিনারের আয়োজন করা হয়েছিল গত ২৬শে জুন৷ এই আলোচনায় প্রভাত সঙ্গীত পরিবেশন করেন অবধূতিকা আনন্দকীর্তিলেখা আচার্যা৷ শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডঃ সিরাজ-উল-ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন৷ সভাপতির ভাষণে তিনি বলেন যে, শ্রীশ্রী আনন্দমূর্ত্তি রচিত নারীর মর্যাদা বইটি মহিলাদের বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে৷ বইটিতে নারীর প্রতি শ্রদ্ধা, নারীর মুক্তি অর্থাৎ স্বনির্ভরতা, সামাজিক ন্যায় বিচার ইত্যাদি বিষয়গুলি নিয়ে অনেক গভীর চিন্তা-ভাবনা করা হয়েছে৷ তিনি বলেন আনন্দমূর্ত্তিজীর ভাবনায় নারী পুরুষ উভয়েই একই বিশ্বপিতার সন্তান৷ তাই সমাজে সর্বক্ষেত্রে উভয়ের সমান অধিকার থাকা উচিত৷ এছাড়া আলোচনাসভায় বক্তব্য রাখেন অধ্যাপিকা সুনন্দিতা ভৌমিক, অধ্যাপিকা শেফালী পাণ্ডে, ডঃ রেখা ওঝা, ডঃ কীর্তি সিং প্রমুখ গুণীজন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মিসেস আবীরা৷
গত ১৯শে জুলাই জাতীয় ওয়েবিনারে অনুরূপ একটি আলোচনা অনুষ্ঠিত হয়৷ এখানে আলোচ্য বিষয় ছিল শিল্প ও সাহিত্যে শ্রীশ্রী আনন্দমূর্ত্তির অবদান৷ শুরুতে সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতি সুজাতা দেবনাথ, অধ্যাপক এস.আর ভাট ছিলেন প্রধান অতিথি৷ আলোচনায় বক্তব্য রাখেন বহু গুণীজন৷