আনন্দমার্গ গার্লস হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৩০জানুয়ারি ২০২৫, আনন্দনগরের উমানিবাস আনন্দমার্গ গার্লস হাইস্কুল চত্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রাণবন্ত আয়োজন অনুষ্ঠিত হয়৷ ছাত্রাগণদের অংশগ্রহণে নানা আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়, যেখানে প্রতিটি মুহূর্ত ছিল উদ্দীপনা ও উৎসাহে ভরপুর৷ উল্লাসধবনি ও করতালির গুঞ্জনে প্রতিযোগিতার মাঠ মুখরিত হয়ে ওঠে, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়৷

শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উৎসাহদানের মধ্য দিয়ে প্রতিটি প্রতিযোগী আত্মবিশ্বাসী হয়ে ওঠে৷ বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ও ক্রীড়ার আনন্দে শিক্ষার্থীদের মধ্যে এক অনন্য সৌহার্দ্যের সেতুবন্ধ রচিত হয়৷ এই দিনটি শুধুই প্রতিযোগিতার নয়, বরং শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মোন্নতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে৷ সারাদিনের এই প্রাণবন্ত আয়োজনে ছাত্রারা তাদের মানসিক ও শারীরিক সক্ষমতার বিকাশ ঘটায়৷ অবশেষে, বিজয়ের উচ্ছ্বাস ও স্মৃতির ঝুলি নিয়ে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে দিনটির সমাপ্তি ঘটায়৷