আনন্দমার্গ গার্লস হাইস্কুলের অনুমোদন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অনেক প্রয়াস ও অপেক্ষার পর অবশেষে আনন্দমার্গ গার্ল হাইস্কুল, উমানিবাস, আনন্দনগর ১-১-২০২৫ শিক্ষাবর্ষ থেকে (বাংলা ও ইংরেজী মাধ্যম) ‘পশ্চিমবঙ্গ বোর্ড অব সেকেণ্ডারী এডুকেশন’-এর অনুমোদন প্রাপ্ত হয়েছে৷ ২০১৩ সালে ৫ম---৮ম শ্রেণী পর্যন্ত অনুমোদন প্রাপ্ত হয়৷ যথাসময়ে ৯ম-১০ম শ্রেণীর জন্যে আবেদন করা হয়৷ সেই আবেদন মঞ্জুর হয় ৯-১২-২০২৪ সালে ও কার্যকর হবে ১-১-২০২৫ সাল থেকে৷

সকলের কাছে আবেদন আপনার কন্যা সন্তানকে আদর্শ মুখী নৈতিক ও নব্য মানবতাবাদী শিক্ষার জন্যে ভতর্ি করতে অনুরোধ করছি৷