আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টীমের ত্রাণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সাম্প্রতিক বন্যা বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরে ভগবানপুর ব্লকের বিভিন্ন গ্রামে আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফ টীমের পক্ষ থেকে রান্না করা খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিস দুর্গত পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ আচার্য সুদীপানন্দ অবধূত জানান, প্রায় দু’হাজার পরিবারকে খাবার ও প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়৷ নিয়মিতভাবে এই ত্রাণকার্য চলছে৷

কাঁথি মহকুমার পটাশপুর-১নং ব্লকের বনমালি চক ও গাবডাঙ্গায় আনন্দমার্গ রিলিফ টীমের মেডিকেল শাখার পক্ষ থেকে বন্যা কবলিত গ্রামবাসীদের চিকিৎসার ব্যবস্থা করা হয় ও প্রয়োজনীয় ঔষধপত্র দেওয়া হয়৷ উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট চিকিৎসক ডঃ সুব্রত মাল ও ডঃ সুনীল পণ্ডা৷ এছাড়া পটাশপুর-২ ব্লকে মথুরা ও লালুয়া গ্রামে পাঁচ শতাধিক দুর্গত মানুষের হাতে পানীয় জল সরবরাহ করা হয়৷

 ত্রাণকার্য পরিচালনায় আছে ভগবানপুরে আচার্য সুদীপানন্দ অবধূত, মেদিনীপুর ডায়োসিস সেক্রেটারী আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত, আচার্য সন্দীপ্তানন্দ অবধূত প্রমুখ৷ পটাশপুরে আছেন বিদ্যাসাগর মাহাত, দিপ্তেন্দু জানা, ভজহরি বর্মন, পূর্ণেন্দু খাণ্ডা প্রমুখ৷