আনন্দমার্গ কেন্দ্রীয় আশ্রমে ভ্রাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩রা নভেম্বর কলিকাতা ভিআইপি নগরে আনন্দমার্গ কেন্দ্রীয় আশ্রমে নারী কল্যাণ বিভাগের কার্র্যলয়ে ভ্রাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হয়৷ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷

কীর্ত্তনশেষে মিলিত ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায়ের পর আচার্য নিত্যসত্যানন্দ অবধূত ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে তাঁর একটি স্বরচিত কবিতা পাঠ করে শোণান৷ এরপর দিদি অবধূতিকা আনন্দসুমিতা আচার্যা ভ্রাতৃদ্বিতীয়া সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন৷ অবধূতিকা আনন্দ অভিষা আচার্যা ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে মার্গগুরু দেব রচিত একটি প্রভাত সঙ্গী গেয়ে শোণান৷ এরপর দিদিরা উপস্থিত সকল দাদা ভাইয়ের ফোঁটা দিয়ে সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন৷ প্রীতিভোজের পর অনুষ্ঠান শেষ হয়৷ ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশে আনন্দমার্গের ইয়ূনিটে মহাসমারোহে ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠান পালিত হয়৷

পলতা ঃ গত ৩রা নভেম্বর ভাইফোঁটা উপলক্ষ্যে পলতা আনন্দমার্গ ইয়ূনিটে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন, মিলিত সাধনা ও স্বাধ্যায়ের পর ইয়ূনিটের উপস্থিত বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্র্ঘয়ু কামনা করে৷ মিলিত আহারের পর অনুষ্ঠান সম্পন্ন হয়৷