আনন্দমার্গ কেন্দ্রীয় কার্যালয়ে কৌশিকী দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৬ই সেপ্ঢেম্বর ছিল কৌশিকী দিবস ১৯৭৮ সালের ৬ই সেপ্ঢেম্বর শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী এই বিশেষ নৃত্যের প্রবর্তন করেন এই নৃত্য মানুষের আভ্যন্তরীণ আত্মশক্তির অভিস্ফূরণ ঘটায় পাশাপাশি শারীরিক বহুরোগের উপশম করে ও শরীরের কমনীয়তা রক্ষার সহায়ক এই নৃত্যের ব্যাপক প্রসার ও অনুশীলনের জন্যে আনন্দমার্গের সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে এই নৃত্যের অনুশীলন করা হয় প্রতিবছর ৬ই সেপ্ঢেম্বর দিনটি কৌশিকী নৃত্য দিবস হিসাবে পালন করা হয় এবছরও তিলজলা কেন্দ্রীয় আশ্রমে প্রভাত সঙ্গীত ও প্রভাতসঙ্গীত অবলম্বনে নৃত্য প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠানের মধ্যে এই দিনটি পালিত হয় সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন হরিপরিমণ্ডল গোষ্ঠীর সচিব আচার্য পরিতোষানন্দ অবধূত সঞ্চালক ছিলেন আচার্য তথাগতানন্দ অবধূত কৌশিকী নৃত্যের গুরুত্ব  ও উপকারিতা বিষয় বক্তব্য রাখেন আচার্য সত্যশিবানন্দ অবধূত ও আচার্য বীতমোহান্দ অবধূত অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন আচার্য সেবাব্রতানন্দ অবধূত

সবশেষে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন আচার্য প্রিয়শিবানন্দ অবধূত শেষে প্রতিযোগিতায় সফল প্রতিযোগিদের হাতে  পুরস্কার তুলে দেওয়া হয়

ঐদিন তিলজলা নারীকল্যাণ বিভাগ পরিচালিত আনন্দমার্গ স্কুলে কৌশিকী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এছাড়া, পুরুলিয়া আনন্দনগরে মহিলাবিভাগের কেন্দ্রীয় আশ্রম উমা নিবাসে নানা অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালিত হয়