আনন্দমার্গ কলেজ পর্যন্ত পথশ্রী-৩ প্রকল্পের সঙ্গে অসম্পূর্ণ কালভার্টটি সম্পূর্ণ করে প্রকল্পটির সঙ্গে সংযুক্ত করার আবেদন পথশ্রী-৩ প্রকল্পের অধীনে শালগ্রাম মেইন রোড থেকে রাজু মাঝির বাড়ি হয়ে আনন্দমার্গ কলেজ পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য পুরুলিয়া জেলা পরিষদ ৮৪,৯৮,৫৯৭ টাকা বরাদ্দ করেছে৷ কিন্তু প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার শ্রী সন্তোষ দত্ত কলেজ পর্যন্ত রাস্তা নির্মাণ না করার সিদ্ধান্ত নেওয়ায় স্থানীয় জনগণ ও ছাত্রছাত্রাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে৷
এ বিষয়ে গত ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সমর্থন সহকারে ডিভিশনাল ইঞ্জিনিয়ার, পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা, পুরুলিয়া ডিভিশন-এর নিকট আনন্দমার্গ কলেজ পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণ করার জন্য আবেদন জানানো হয়৷ ডিভিশনাল ইঞ্জিনিয়ার মহোদয় প্রকল্পটি সম্পূর্ণ করার আশ্বাস দিলেও তিনি জানান যে, অসম্পূর্ণ কালভার্টটির নির্মাণ কাজ জেলা পরিষদ কর্তৃক সম্পাদিত হয়েছে৷ তাই গ্রামীন উন্নয়ন সংস্থা এই কাজটি সম্পন্ন করতে পারবে না ও জেলা পরিষদকে বিষয়টি জানাতে হবে৷ ডিভিশনাল ইঞ্জিনিয়ারের নির্দেশ অনুযায়ী জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, পুরুলিয়া-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি লিখিতভাবে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, জেলা পরিষদ, পুরুলিয়া ও অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা পরিষদ, পুরুলিয়া-এর নিকট আবেদন জমা দেওয়ার পরামর্শ দেন৷ সেই অনুসারে, আজ ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে রেক্টর মাষ্টার আনন্দনগর আচার্য নারায়ণানন্দ অবধূত, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সমর্থন সহকারে অসম্পূর্ণ কালভার্টটি সম্পূর্ণ করার জন্য আবেদন জমা দেওয়া হলো৷ কালভার্টটি নির্মাণ সম্পূর্ণ হলে স্থানীয় জনগণ ও ছাত্রছাত্রাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে আর তাদের ৫ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হবে না৷ আশা করা যায়, বিষয়টি দ্রুত সমাধান করা হবে ও প্রকল্পটি সম্পূর্ণ করে স্থানীয় মানুষের সুবিধা নিশ্চিত করা হবে৷