আনন্দমার্গ কলেজের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বিশেষ সাধারণ সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আনন্দনগরের রোটাণ্ডা অডিটোরিয়ামে৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আচার্য সুতীর্থানন্দ অবধূত, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিধু-কানহু-বিরসা বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিষ্ট্রার ডঃ নচিকেতা বন্দ্যোপাধ্যায়৷ সম্মানীয় অতিথিদের মধ্যে ছিলেন আচার্য শম্ভুশিবানন্দ অবধূত, আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত, আচার্য মুক্তানন্দ অবধূত, আচার্য কিষনসিং দাদা, আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত ও আচার্য নারায়ণানন্দ অবধূত৷
প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের সুচিন্তিত ও অনুপ্রেরণামূলক বক্তব্য শ্রোতাদের মনে গভীর প্রভাব ফেলে ও সবাইকে উজ্জীবিত করে৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশনা, প্রভাত সঙ্গীতের ওপর ভিত্তি করে নৃত্য ও মনোমুগ্দকর নৃত্যনাট্য ‘‘নীল সায়রের স্বর্ণকমল’’ দর্শকদের অভিভূত করে তোলে৷ অনুষ্ঠানটি সমগ্রভাবে এক প্রাণবন্ত ও স্মরণীয় অভিজ্ঞতায় রূপ নেয়৷