আনন্দমার্গ পদ্ধতিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২০ ডিসেম্বর,২০২৪, শুক্রবার,বেলা ১১-০০ ঘটিকায় কলিকাতার মুকুন্দপুর নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী সুধাকর বন্দ্যোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠান তিলজলা আশ্রমের কেন্দ্রীয় জাগৃতিতে আনন্দমার্গের চর্যাচর্য বিধি অনুসারে অনুষ্ঠিত হয়৷গত ১৫ই ডিসেম্বর সুধাকর বন্দ্যোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷মৃত্যুমকালে সুধাকর বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছিল ৬৭ বছর৷ শ্রাদ্ধকর্তা ,পুত্র, শ্রী বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়৷ শ্রাদ্ধানুষ্ঠান পরিচালনা করেন আচার্য শুভধ্যাানন্দ অবধুত৷শ্রাদ্ধানুষ্ঠান শেষে স্মৃতিচারণ করেন আচার্য বোধিসত্ত্বানন্দ অবধুত, অবধুতিকা আনন্দ করুণা আচার্যা, কলিকাতার ভুক্তিপ্রধান শ্রীমতী সুনন্দা সাহা ও শ্রীজ্যোতিবিকাশ সিনহা৷