গত ১৫ই আগষ্ট, শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে আনন্দমার্গের সেবাকার্যে নিয়োজিত দুটি প্রকোষ্ট -আভাসেবাসদন ও এ্যামারটেল (আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টীম ফর লেডিস)-এর যৌথ প্রচেষ্টায় অনুষ্ঠিত চক্ষু পরীক্ষা শিবিরে শিলিগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৯০ জন দুস্থ মানুষের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চক্ষুপরীক্ষা করা হয়৷ তাদের মধ্যে ১০০ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়৷ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি গার্লস্ হাইস্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী অত্যুহা বাগচী মহাশয়া৷ উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ‘আভা সেবা সদন’ ও এ্যামার্টেল-এর এই ভূয়সী প্রশংসা করেন৷ তাঁর বক্তব্যে তিনি নারীশক্তি জাগরণে সমাজের সকল মেয়েদের ও মায়েদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷ বর্তমানের আপদকালীন পরিস্থিতিতে অনলাইনে পাঠরত ছাত্রছাত্রীদের পড়াশুনার প্রতি সজাগ দৃষ্টি রাখতে সকল মায়েদের অনুরোধ করেছেন৷
চক্ষু পরীক্ষা চলাকালীন একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও করা হয় যেখানে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীত ও প্রভাতসঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশিত হয়৷
উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থি সকল রোগীদের মধ্যে খিচুড়ী প্রসাদ ও মাস্ক বিতরণ করা হয়৷
এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শিলিগুড়ি শহরের বিশিষ্ট ব্যবসায়ী শ্রীরোহন সরকার ও পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা শ্রীনীতিশ বসু মহাশয়৷