আনন্দমার্গ স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৫ই ফেব্রুয়ারী হুগলী জেলার চাতরা কালচারাই ইয়ূনিট মাঠে অনুষ্ঠিত হয় আনন্দমার্গ স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান৷ সকাল সাড়ে দশটার সময় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের উপদেষ্টা কমিটির সদস্য বিশিষ্ট প্রাউটিষ্ট শ্রী প্রভাত কুমার খাঁ৷ এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রাবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রা সহ মাঠ পরিক্রমা করে৷ তারপরেই প্রতিযোগিতা শুরু হয়৷ অপরাহ্ণে সফল প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন শ্রীপ্রভাত কুমার খাঁ, উপদেষ্টা কমিটির সভাপতি অশোক চক্রবর্ত্তী, স্থানীয় সমাজসেবী শ্রীপঞ্চানন ঘোষ ও স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রীশম্ভুনাথ গুঁই৷ পুরস্কার বিতরণ সভায় বক্তব্য রাখেন শ্রী প্রভাত কুমার খাঁ ও পঞ্চানন ঘোষ৷ উভয়েই শিশুর শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশের জন্য আনন্দমার্গ শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলেন৷