আনন্দমার্গ স্কুলগুলির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সম্মেলন

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ৬ ও ৭ অক্টোবর বিভিন্ন আনন্দমার্গ স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকদের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হ’ল কলকাতাস্থিত আনন্দমার্গের কেন্দ্রীয় কার্যালয়ে৷ ৬ তারিখ সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারী আচার্য বীতমোহানন্দ অবধূত, ইরজ সেক্রেটারী আচার্য নির্মলশিবানন্দ অবধূত, এডুকেশন ইন চার্জ আচার্য প্রিয়কৃিষ্ণানন্দ অবধূত, সেক্টোরিয়াল সেক্রেটারী আচার্য বিশুদ্ধানন্দ অবধূত, আনন্দমার্গ মহিলা কল্যাণ বিভাগের এডুকেশন-ইন-চার্জ অবধূতিকা আনন্দ সংশুদ্ধা আচার্যা প্রমুখ৷

সম্মেলনে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, ঝাড়খণ্ড, বিহার ও ওড়িষ্যা থেকে বিভিন্ন আনন্দমার্গ স্কুলের শতাধিক ভারপ্রাপ্ত শিক্ষক যোগদান করেছিলেন৷

দু’দিন ব্যাপী সম্মেলনে তাঁদের আনন্দমার্গের নব্যমানবতাবাদী শিক্ষা ব্যবস্থা ও আদর্শ মানুষ তৈরীর ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত৷ এছাড়া সুচারুরূপে স্কুল পরিচালনা বিষয়ে আলোচনা করেন আচার্য নির্মলশিবানন্দ অবধূত৷ অফিস ম্যানেজমেণ্ট সম্পর্কে ক্লাস নেন আচার্য তথাগতানন্দ অবধূত, যোগসাধনা ও সার্বিক বিকাশের ওপর আলোকপাত করেন আচার্য বিশুদ্ধানন্দ অবধূত৷

সম্মেলনে উপস্থিত শিক্ষক-শিক্ষিকাগণ সবাই এই ধরণের সম্মেলনে উপস্থিত হতে পেরে খুবই খুশী ও উপকৃত---এই মর্মে তাঁদের স্বতস্ফূর্ত অনুভূতি ব্যক্ত করেন৷ কারণ স্কুলের উন্নতি, শৃঙ্খলারক্ষা তথা স্কুলের বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে এই ধরণের প্রশিক্ষণ বিশেষ জরুরী৷

এই সম্মেলন পরিচালনা করেন সেক্টোরিয়াল এরজ সেক্রেটারী আচার্য তথাগতানন্দ অবধূত৷ তিনি জানিয়েছেন আমাদের কোনো স্কুলে কোনো সমস্যা হলে তারা যেন তৎক্ষণাৎ যোগাযোগ করেন৷ (হোয়াটস্ এ্যাপ নম্বর ৭৪০০০১৪০০)